Skip to content

২রা এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ | রবিবার | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ছন্দের বাড়ি

নদীর চলায় ছন্দ থাকে
ঝর্ণাধারায় ছন্দ থাকে
ছন্দ থাকে বাতাসে,
সাগর-ঢেউয়ে ছন্দ থাকে
চাঁদ-সুরুজে ছন্দ থাকে
ছন্দ থাকে আকাশে।

গাছের পাতায় ছন্দ থাকে
মুখের কথায় ছন্দ থাকে
ছন্দ থাকে বন্দরে,
বৃষ্টি পড়ায় ছন্দ থাকে
কাব্য-ছড়ায় ছন্দ থাকে
ছন্দ থাকে অন্তরে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ