চোখের ভেতর রক্তনদী
নিষ্পাপ ফুটফুটে অসংখ্য চোখে
আমৃত্যু বাসা বেঁধেছে রাতের প্রহেলিকা।
ভোরের পাখিরা আসেনি ঘুম ভাঙাতে,
সূর্য উঁকি দেয়নি ওদের পেলব চোখে।
ওদের ফুসফুসগুলো ভরে উঠেছে
সালফার, কার্বন, পটাশিয়াম নাইট্রেটের
বিস্ফোরিত বিষাক্ত কালো ধোঁয়ায়।
স্বাধীন দেশে পরাধীনতার আঁধার ফুঁড়ে
নিশীথ সূর্য হয়ে বিনিদ্র জেগে থাকে
ফিলিস্তিনের নির্যাতিত মুক্তিকামী মানুষ।
জেগে ওঠ, জেগে ওঠ হে বিশ্ববিবেক!
কান পেতে শোন, ওই যে শিশুরা বলছে,
‘আমাদের একটু স্নিগ্ধভোরের আলো দাও
ঘাসফড়িং ও প্রজাপতির গল্প শুনতে দাও
দেখতে দাও শিশিরভেজা ঘাসফুলের হাসি;
এই দুচোখে আজন্ম বইছে শুধু বিরহ রক্তনদী।’