রূপ বৈচিত্র্যের দেশ
রোজ বিহানে পাখিরা গায়
ঘুম ভাঙানোর গান,
চিড়ল পাতার ফাঁকে দেখি
সোনার আলোর বান।
হিজল তমাল ঐ তরুবন
আকুল করে প্রাণ,
ধানের শীষে মিশে আছে
মন মাতানো ঘ্রাণ।
সোনা রোদে ঝলমলিয়ে
ভাসে নদীর কূল,
হাওড় বিলে হাসে কতো
শাপলা পদ্ম ফুল।
ঝাঁকে ঝাঁকে বকের মেলা
সবুজ শ্যামল ছায়,
ষোড়শীর ঐ কাজলা দিঘি
দেখি আমার গাঁয়।
লতায় পাতায় ছায়ায় ঘেরা
কী অপরূপ দেশ!
দিনের শেষে অবাক দেখি
সন্ধ্যা রানীর কেশ।
অনন্যা/এসএএস