কনক কুমার প্রামানিকের তিনটি কবিতা
হেমন্ত এসেছে
হেমন্ত আজ এসে গেছে
প্রকৃতির পরে,
সোনার রোদ খেলা করছে
সাদা মেঘ জুড়ে।
ঘাসে ঘাসে শিশির বিন্দু
মুক্তোর কণা,
মাঠ ভর্তি ধানের ক্ষেত
যেন কাঁচা সোনা।
নবান্নে মেতে উঠে মন
হেমন্তকালে,
খুশির ধুম নতুন ধান
সে নতুন চালে।
হারের বৃত্ত
হারের মাঝে দেশ এখন
পরাজয়ে বন্দী,
বিশ্বকাপে হারাটা তাই
নিত্যকার সঙ্গী।
তামাশাতে ক্রিকেট বোর্ড
হাস্যকর সবাই,
ইচ্ছে মত খেলছে ওরা
জয়ের দেখা নাই।
কথায় পারে খই ফোঁটাতে
নেই আসল কাজে,
সাপোর্টারের মন ভেঙে
ডোবায় বড় লাজে।
হারজিত যে চিরকালই
ছিল থাকবে আছে,
ওদের কাছে নেইকো জিত
হার যে আগে পিছে।
প্রণয় কাব্য
বুকের বাম পাজরে অবেগ অধিষ্ঠিত
নিত্য সেথায় অজস্র প্রণয়ের বসবাস
ঘুম স্বপ্নে আঁকি সহস্র রঙিন আলপনা
প্রস্ফুটিত হৃদয় কাননে প্রণয় আবাস।
শত-সহস্র রঙিন পুষ্পে শোভিত অন্তর
মনটাতে স্বর্গের পারিজাত নন্দন কানন
ফুরফুরে প্রশান্তি সমস্ত মানব স্বত্ত্বা জুড়ে
পরিপূর্ণা দীঘির ন্যায় স্বচ্ছ এই দেহ মন।
ইচ্ছেরা ডানা মেলে মুক্ত বিহঙ্গেরই বেশে
প্রজাপতির ডানায় স্বপ্নেরা লুটোয় হেসে
শুভ্র পায়রার সাদা ঠোঁটের মাতাল চুম্বনে
স্বর্গ-মর্ত্যের জয়ধ্বনিতে প্রেম যায় ভেসে।