ভরা তটিনী
ভরা তটিনীর বুকে আজ
চড়ে না কো ছোট্ট সোনার তরী,
চারদিকে প্লাবন ও বন্যার স্রোতে মাঝি ভাই পালিয়েছে,
এই ভরা তটিনী ছাড়ি।
কান পেতে শোনা যায়
কতই না দুঃখী মানুষের কান্নার রোল,
কতই না আহাজারি।
মাঝির পাল ছিঁড়েছে,
কুল হারিয়ে চলে আসে কিনারায়,
জেলের শূন্য জালে মৎস্য যে নাই,
সোনার ছোট্ট দরিয়ায়।