এই আশ্বিনে
এসেছে আশ্বিন ভাদরের দুয়ার খুলে
সবুজ ঘাসে ঘাসে শিশিরের জল,
আকাশ সুনীল ডানায় ভেসে যায় চিল
প্রভাতে শুভ্রফুলে ভরেছে শিউলিতল।
এই আশ্বিনে পোয়াতী আমনের ক্ষেতে
শরতের আঁচলখানি নেমেছে এসে,
সবুজের বুকে রঙধনু রঙ হাসি মেখে
শরৎ কন্যা নেচে যায় হেসে হেসে।
মেঘের লুকোচুরি খেলা বয়ে যায় বেলা
সকাল আসে শালিকের হলুদ ঠোঁটে,
নদীর দু’পাড়ে কিম্বা হঠাৎ পথের ধারে
থরে থরে ধবল কাশফুল ফোটে।
শরৎ আসে ঝিলের জলে শাপলা হাসে
সাদ মেঘগুলো ভেসে যায় আহারে
শুভ্র কাশবন উতলা এই মন কাশেরপুচ্ছ
মন চাই খোঁপাতে গুঁজে দিই তাহারে!