Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দুটি কবিতা

স্রষ্টা এবং আমি

দুফোঁটা অশ্রু ঝরার মাঝে স্বস্তি আছে
কারো কাছে অনুযোগ নেই অভিযোগ নেই
শুধু অদৃশ্য মহান সত্তার কাছে বিনয়ের সাথে কিছু অপূর্ণ স্বপ্ন আশা ব্যক্ত করা যায়
স্তূপ হয়ে থাকা কথার পাহাড় সময় নিয়ে বলা যায়
তিনি ধৈর্য্য সহকারে শুনেনও সেসব কথা
যে কথা আমি তোমাকে বলতে পারিনি
অথবা তুমি বলার মত সুযোগ করে দাওনি ।

স্রষ্টার কাছে তোমার রূপের প্রশংসা
করি তুলে ধরি তোমার দীঘল ঢেউ খেলা চুল,
নিখুঁত কটি, হরিণী চোখ,গোলাপ ঠোঁট
আর ঠোঁটের উপরে একখণ্ড কালো মেঘ।
তিনি মৃদু হাসলেন হয়তো এইভেবে;
“এতো নিখুঁত করে আমিই তো তাকে গড়েছি।
বৃথায় তার প্রশংসা আমার কাছে করছো।”

একাত্ম
তুমি আমার কাছে থাকো অথবা
পৃথিবীর আরেক প্রান্তে
আমি তোমাকেই ভালোবেসে যাবো।

তুমি আমার আত্মায় মিশে আছো
আমার সমস্ত কল্পনা স্বপ্নে মিশে রয়েছ
যেন মনে হয় আমি তুমি এক অভিন্ন
এক আত্মা এক মন দুটি ভিন্ন দেহাবয়ব।

যেমন করে লবণ আর চিনি মিশে থাকে
তেমন করে আমরা একটি পাত্রে মিশে আছি।

তোমাকে ভুলে থাকব
তেমন দুঃসাহস আমি দেখায় না ।।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ