শৈত্য প্রবাহ
উত্তরের হাড় কাঁপানো ভীষণ ঠাণ্ডা
অথবা কুয়াশা মোড়ানো দিনমান
রুক্ষতা জীর্ণতা উৎরে যাই
প্রভাব ফেলে না তেমন।
কিছুতেই , শুধুমাত্র তোমার সাড়া না পেলে
মৃদু কিংবা তীব্র শৈত্য প্রবাহ
বয়ে যায় ভেতরে বাহিরে
দৈন্যতা সত্তায় অনুভবে মননে মগজে
সেঁটে থাকে।