Skip to content

২০শে ফেব্রুয়ারী, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ৭ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ

শৈত্য প্রবাহ

উত্তরের হাড় কাঁপানো ভীষণ ঠাণ্ডা
অথবা কুয়াশা মোড়ানো দিনমান
রুক্ষতা জীর্ণতা উৎরে যাই 
প্রভাব ফেলে না তেমন। 

 

কিছুতেই , শুধুমাত্র তোমার সাড়া  না পেলে 
মৃদু কিংবা তীব্র শৈত্য প্রবাহ
বয়ে যায় ভেতরে বাহিরে
দৈন্যতা সত্তায় অনুভবে মননে মগজে
সেঁটে থাকে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ