শরৎ মানে
শরৎ মানে হাওয়ায় দুলে গুচ্ছ কাশের দল
শরৎ মানেই ঋতুর রাণী রূপের ঝলমল।
শরৎ মানে শিউলিমালা, সাদা মেঘের ভেলা
শরৎ মানে মল্লিকা-জুঁই রূপের দারুণ খেলা।
শরৎ মানে নীলাকাশে সাদা বকের সারি,
শরৎ মানে রূপের দেশে রূপকথারই বাড়ি।
শরৎ মানে কোমল হাওয়া নতুন ধানের মঞ্জুরী
শরৎ মানে কাব্য লেখা, রূপের নেশায় মন চুরি!
শরৎ মানেই প্রকৃতিটার নতুন সুরের গান-
শরৎ মানে ভাদ্র-আশ্বিন, তালপাকার ঘ্রাণ।
শরৎ মানে রুপের ধারায় কবিতা-গান লেখা
শরৎ মানে নতুন সাঁজে সোনার বাংলা দেখা।