Skip to content

২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | বুধবার | ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা

একটা বর্ষার প্রতীক্ষা

আকাশ কিম্বা মেঘের স্পর্শে
বৃষ্টি তুমি রঙধনুর সাত রঙে সাজো,
শুধু আমার জন্যে আমার জন্যে
হয়তো একটা বর্ষার প্রতীক্ষায় আজো।

যুগযুগ ধরে হয়তো আমিও একীভাবে
শুধু তোমার প্রতীক্ষায় আছি দাঁড়িয়ে,
যতটুকু ভালোবাসা আছে আমার হৃদয়ে
সবটুকু বিলিয়ে দিয়ে তোমাকে জারিয়ে।

সারাটা জীবন হৃদয় কারাগারে বন্দি করে রাখব
তোমাকে আমার স্বপ্নিল আকাশের বুকে,
শুধু একবার দু’চোখ খুলে দেখ আমাকে
ভালোবাসার আর স্বর্গ সুখে।

বিজুলি মেয়ে ও আকাশ

তোর মায়াবী দুনয়নে নয়ন রেখে
আমার কাটে রঙিন দিন,
ইচ্ছে নদীয় আমি সাঁতার কাটি
বুকের মধ্যে বাজে সুখের বীণ।

বুকের মধ্যে বিজুলি চমকায়
যখন তুই ফিরে ফিরে চাস,
মধ্য দুপুর উতাল পাতাল
তুই যখন চলে যাস।

একটুখানি তুই দূরে গেলে
নীল আকাশ কালো মেঘে ছেয়ে যায়,
রঙধনুর সাতরঙ মিশে যায় দিগন্তে
আকাশের বুকে শূন্যতা নামে বেদনায়।

তুই তাকাস কেন আমার দিকে
বুকের ভিতর আঁকিস কেন আকাশ?
তুই তাকালেই থমকে দাঁড়ায়
আমার বুকের বাঁ পাশ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ