Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

হয় কি তুলনা

বাবার সাথে হয় কি তুলনা কারো?
চাচা ফুপা মামা খালু? ও সব কথা ছাড়ো।

বাবা হলো বটবৃক্ষ দিতে জানেন ছায়া
তাহার বুকে জমা আছে বিধির দেয়া মায়া।

তোমার যখন অসুখ করে বাবাই থাকেন সাথে
তাহার প্রীতি ভালোবাসা পাবেই দিনে রাতে।

হাঁটতে শেখান তিনি তোমায় হাতটি তাহার ধরে
কামাই করে তোমায় খাওয়ান রোদ বৃষ্টি আর ঝড়ে।

নিজে না পরে তোমায় পরান দামি কাপড়
সেই তুমি ঠিক বড় হয়ে দেখাও কতো ফাপর!

বৃদ্ধাশ্রমে পাঠাও তুমি ওগো বিবেক হীন

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ