পড়ন্ত বেলায়
অন্তিম দিগন্তের পানে চাতকের মতো দিকভ্রান্ত
অন্তিম স্বপ্ন বেলার সীমাহীন ক্ষণের নেই অনন্ত।
আপন সম্রাজ্য ধূসরে বিলীন, লুপ্ত তরুণ স্বপ্নকলি
অসাঢ় তনু ছেঁয়ে যায় ক্লান্তিতে নেই কর্মের আকুলি।
বাহ্যিক আড়ম্বরতা ক্ষীণ হয়ে আসে প্রতি ক্ষণে ক্ষণে
বিষন্নতা গ্রাস করে প্রফুল্লতা বিষাদ ছেঁয়ে যায় মনে।
পার্থিব মোহমায়ায় পড়ে ভাটা, উঁকি দেয় প্রেতকাল
আনমনা আত্মাটা হারায় জাগতিক সকল হালচাল।