ছাব্বিশ থেকে ষোল
খাঁচা ও মুক্ত আকাশ, স্বাধীনতার অম্ল-মধুর
ইতিহাস। বাঁধভাঙা সমুদ্রের প্রবাহিত হওয়ার
ভয়াল গর্জন ছিল সেদিন পাখির ডানা মেলার
সূচনা-গান। প্রফুল্ল প্রাণে তেজদীপ্ত সূর্যোদয়ের
ঘ্রাণ। রক্তঝরার উচ্ছ্বাস, এক অদ্ভুত পুরুষোচিত
মুক্তিচাষ!
চিল,শকুনের বিষাক্ত নখরে অগণন জীবনের
ত্যাগ ও বীরত্বগাথা। খাঁচাভাঙ্গা আগুনপাখিরা
আজ আকাশবিজেতা-বাতাসে ঐ পতাকার
মতো সদর্প দাপিয়ে ওড়ে ছাব্বিশ থেকে ষোল’র
ঘরে।