জ্বলদর্চি
জল থেকে উঠে আসা কবি
অথৈ জলে পড়ে গেলে তুমি কি করো ?
চামড়া গজানো হাড়
বিদ্যুৎ সঞ্চালন হয় কি তার
আমরা সবাই নড়ি আর চড়ি
সলিল সাগরে, তাথৈ ডুবে মরো।
অথচ বিলীন নও, কেমন আধো-নীল
প্রাণের আশা, জেগে থাকে ক্ষীণ
শূন্যে বলিরেখা আঁকা আর বাঁকা
যেমন দপদপ জ্বলতে থাকে পিদিম
মিটমিট নড়চড় ভেসে ওঠে চাঁদ।
মৃত মাছের মতো নৌকো
চোখ দুটো পোড়া
যেমন আকাশ ফাটা জীবন
মরুরেখা, জীবন ফাটা ফাঁদ।