অনন্তের পথে

শেষ চুম্বনের প্রার্থনা শেষ
এবার মাটির বুকে নির্লিপ্ত শুয়ে পড়বো
তবে কথা দিয়েছিলাম ছেড়ে যাব উড়বার ডানা
তোমাকে ছেড়ে যাচ্ছি তাই লতার বাঁধনে।
প্রতিটি ঝরা ফুলে আমার একটা করে চোখ থাকবে
ডালে ডালে তোমার উপোসী প্রেম
পায়ে পায়ে অনন্তের তরে
আমরা ছেড়ে রেখে যাব রাতের পোশাক।