Skip to content

২রা জুন, ২০২৩ খ্রিষ্টাব্দ | শুক্রবার | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মুজিবের দান চির অম্লান

১৭ই মার্চ সেরা ইতিহাস আসে শুধু একবার,
যার পৌরুষে গৌরব হাসে 'স্বাধীনতা কবিতা'র।
মার্চের সাত করে বাজিমাত রেসকোর্স ময়দানে,
মৃত্যুকে ভুলে তর্জনী তুলে হায়দারি হাঁক-গানে।

 

সে গানের সুরে পাগলেরা পুড়ে জ্বলে ওঠে জ্বলজ্বলে,
ঘর-দোর শেষ স্বজনেরা শেষ চোখ মুছে মলমলে।
মুক্তির নেশা বুক জুড়ে ঠাসা বাঙালির অন্তরে,
রক্তের ঢেউ ডুবে যায় ফেউ ছাব্বিশের প্রান্তরে।

 

কান্নার রাত হলো যে প্রভাত বিজয়ী 'ষোল'র গৃহে,
মুজিবের দান চির অম্লান লাল-সবুজের দেহে।

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ