সাগরজলে সন্ধ্যা নামে
কুয়াকাটা সমুদ্র সৈকত উর্বশীর খুনসুটিতে
অসীম এক প্রস্ত জীবন,
বুকে নোনাজল সীমাহীন অতল—
তবুও, ঢেউগুলি কূলে প্রেয়সীর নূপুর বাজে।
গোধূলির আলো গায়ে মেখে মেখে
কাঁকড়া বিচের ওপারে নৈসর্গিক ধ্যানে কুমারী ঝাউবন।
অস্তগামী সূর্যের আলোক বিন্দুরা সাগর তলে বেদনার নীলজলে রক্তজবার মত ঝরছে
সাগরকন্যা পিপাসিত ম্লান সূর্যটাকে
লাল বেনারসি বুকে জড়িয়ে নিয়েছে প্রণয়ী
চুম্বনে,
মরা শামুক-ঝিনুক মুখ থুবড়ে আছে বালুকার বুকে
আর কেওড়া গেওয়া, শুধু লেবু নেই লেবুবনে।
মৃন্ময় মনির পুলকে হেঁটে ফেরে এদিকে ওদিকে
ভাঁজপড়া বালিয়াড়ির বুকে পড়ে আছে শ্বেত শঙ্খের উদোম শরীর দুঃখে।
আকাশ নীল প্রেমিক চিল উড়ে ফেরে কবির মতোই একা
ঝাউবন আর স্বচ্ছ নীলজল ছুঁয়ে নেমে আসে সন্ধ্যা,
কান পেতে শুনি, তরঙ্গ বিলাসে বাজে মুর্চ্ছিত সুরের দ্যোতনা।