দাপুটে শীত
বেজায় দাপট নিয়ে শীত
চলছে ধরার পরে,
তিব্র শীতে কাহিল জীবন
বন্দী সবাই ঘরে।
বিপর্যয় জনজীবনে
বড়ই কষ্টে কাটে,
হাড়কাঁপে এমন শীতে
ঘুমগুলো যায় টুটে।
আগুন জ্বেলে দীন লোকে
শীত নিবারণ করে,
শীতের কষ্টে পথশিশু
রাস্তাঘাটেই মরে।
অনন্যা ডেস্ক প্রকাশ:
বেজায় দাপট নিয়ে শীত
চলছে ধরার পরে,
তিব্র শীতে কাহিল জীবন
বন্দী সবাই ঘরে।
বিপর্যয় জনজীবনে
বড়ই কষ্টে কাটে,
হাড়কাঁপে এমন শীতে
ঘুমগুলো যায় টুটে।
আগুন জ্বেলে দীন লোকে
শীত নিবারণ করে,
শীতের কষ্টে পথশিশু
রাস্তাঘাটেই মরে।