Skip to content

২রা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | বৃহস্পতিবার | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শীতের কুয়াশায়

শীতের বুড়ির সুড়সুড়িতে পড়ছে পাতা ঝরে,
ঝরছে শিশির রাত্রি ভোরে টাপুরটুপুর করে।
শিউলি ফুলে উঠছে দুলে সদ্যভোরের আলো,
ঘাসের উপর শিশিরফোঁটা করছে টলোমলো।
সর্ষে ক্ষেতের হলদে ফুলে মৌমাছিদের মেলা,
ঘাসফড়িং এর ওড়াউড়ি করছে দারুণ খেলা।
গাঁয়ের মাঠে উঠোন ঘাটে একটু তাপের আশে,
বৃদ্ধ-শিশু আগুন পোহায় খড়কুটোর ঐ পাশে।
দূর গগনে কার মগনে শঙ্খ চিলের ঝাঁক,
খাল ও বিলে নিথরজলে দৃষ্টি রাখে তাক।
গাঙশালিকের উঁকিঝুঁকি খালের দু’পাড় জুড়ে,
জোড়া জোড়া থাকছে ওরা মাটির গর্ত ফুঁড়ে।
ধূম চাদরে দিন দুপুরে আকাশ ধূসর ছাই,
সূর্য ঢলে বিকেল এলে পাখির কূজন নাই।
শীতের পিঠা রসের মিঠা দারুণ লাগে খেতে,
অপেক্ষাতেই চুলার পাড়ে সবাই থাকে মেতে।
সন্ধ্যা হলেই নীরব সরব মেঠোপথটি ফাঁকা,
শীতের দিনে এমন ছবি গাঁয়ের বুকেই আঁকা।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ