Skip to content

৭ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ও মা ও মাটি ও প্রেম

প্রবাস জীবনে দেশ নিয়ে যত কথা
বলতে বলতে বুকে চিনচিনে ব্যথা,
প্রিয় মানুষের সাথে টেলিফোন কল
প্রিয় স্বজনের জন্যে চোখের জল।

মাটিকে হারিয়ে মায়ের মমতা খোঁজা
প্রবাসী না হলে স্বদেশি হতো না বোঝা,
সাতাশ বছর পরে দেশে ফিরে এসে
দেশপ্রেম কাকে বলে জানা হলো শেষে।

কাকে বেশি ভালোবাসি মাটি নাকি মাকে
সেই কথা উঁকি মারে, মনে থেকে থেকে।
যেই দিকে যায় চোখ দেখি মা’র মুখ
অপলক চেয়ে থাকি স্বর্গীয় সুখ।

যে নদীর জল ছিল এত জানাশোনা
যে নদীকে মনে হত মা’র মত চেনা,
যতবার নদী তীরে দেখি সেই ঢেউ
মন বলে এতো ভালোবাসেনি তো কেউ।

মায়ের চোখের ভেতর দেশকে খুঁজি
খুঁজতে খুঁজতে শেষ জীবনের পুঁজি!
মা’র শরীরের যে গন্ধ চিরচেনা
সময় আজকে হয়েছে কত অচেনা!

সেই লাজ বুকে নিয়ে ধূলি গায়ে মাখি
বিজয়ের খুশি নিয়ে গান ধরে পাখি।
সোনার এদেশে যত রূপ-রস আছে
আর কোন দেশ তার নেই ধারে কাছে।

কত মানুষের বলিদানে এ বিজয়
বীরাঙ্গনার অশ্রু হয় কি ক্ষয়?
মা’র হাসিমাখা মুখ প্রিয় দর্পণ
লাল-সবুজের দেশে তাঁর তর্পণ।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ