রঙচটা জীবন
জীবন যেন একটা প্রাচীন পাথরের মূর্তি,
আঘাতে আঘাতে পেরেকবিদ্ধে রক্ত ঝরানো যায়।
রক্তক্ষরণে জমাট বাঁধতে বাঁধতে এক সময়
হয়ে যায় নীলবর্ণ।
বিষাদের মদিরায় ঠোঁট ভিজে ঢেলে পড়ে তামাটে রঙ,
শুরু হয় জীবনের রঙচটা।
ক্রুশবিদ্ধ ঈশ্বরের বেদিতে নতজানু হয়ে
ভাগ্যের ওপর ছেড়ে দেয় জীবন।
মিশে যায় অন্ধ গুহার স্যাঁতস্যাঁতে ধূসর রঙে।
ধুলোর আস্তরণ পড়তে পড়তে জীবনের
রঙিন পাপড়িগুলো আয়নার পারার মতো খসে পড়তে শুরু করে।
রংচটা পারদে লেপ্টে যায় জীবনের ইতিকথা।