এখনো ঘরে ঘরে পুত্রবধূ নির্যাতন, কোথায় বিবেক
আমাদের সমাজে আজও নারী বিশেষভাবে নির্যাতনের শিকার শাশুড়ি ও স্বামীর পরিবারের আত্মীয় পরিজন দ্বারা। পুত্রের স্ত্রীকে কোনোভাবেই যেন মেনে নিতে পারেন না শাশুড়ি সমাজ। আবহমানকাল ধরে একটি সম্পর্ক বিশেষভাবে চিহ্নিত। সেটি বউ-শাশুড়ির সম্পর্ক। প্রকৃতপক্ষে বউ-শাশুড়ির সম্পর্ক খুব একটা নমনীয় নয়। বউ-শাশুড়ির সম্পর্কের কথা শুনলেই প্রথমেই যুদ্ধ যুদ্ধ একটা আবহ ভেসে ওঠে। কিন্তু বউ-শাশুড়ির দ্বন্দ্ব কেন! দুজনেই তো একটি পরিবারের সদস্য। দুজনের সম্মিলিত সুন্দর সম্পর্ক গড়ে তুলতে পারে একটি সুখের স্বর্গ। তবু কেন প্রতিনিয়ত এই সম্পর্কের ভালো দিকের চেয়ে মন্দ দিকই বেশি চোখে পড়ে!
কোনো পরিবারে বউ নমনীয়, তো শাশুড়ি খুবই রূঢ়। আবার কোনো পরিবারের পরিস্থিতি তার ঠিক বিপরীত। কিন্তু যেই সম্পর্কটি সবচেয়ে মধুর হওয়ার কথা, সেখানেই কেন এত গলদ চোখে পড়ে। সম্পর্কটি মধুর নাহলে কত জটিলতার সৃষ্টি হয়, সে বিষয়ে পাঠক মাত্রেই জানেন। পারিবারিক শান্তি-শৃঙ্খলা সব চলে যায়। বেঁচে থাকাই কঠিন হয়ে পড়ে পরিবারের সদস্যদের।
গণমাধ্যম বরাত জানা যায়, সন্তানসহ এক গৃহবধূর আত্মহত্যার চেষ্টার কথা। তিনি বলেন, আমি মরে গেলে আমার সন্তানরা সবার অযত্ন আর অবহেলায় বেঁচে থাকবে। তাদের কষ্টের সীমা থাকবে না। সে কারণে আমার সঙ্গে তাদেরও নিয়ে যেতে চাই। দুনিয়া ছেড়ে চলে যাওয়ার জন্য মঙ্গলবার বিকালে আমি আমার তিন সন্তানকে আগে বিষ খাইয়ে পরে নিজেও খাই।’ মঙ্গলবার রাতে গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পলি বেগম নামে এক গৃহবধূ এসব কথা বলছিলেন।
জানা গেছে, শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে তিন মেয়েকে বিষ পান করিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এতে পলির দেড় বছর বয়সি ছোট মেয়ে মীম মারা গেছে। বর্তমানে পলি (৩২) ও মেয়ে আফসানা (৮) এবং আমেনার (৩) চিকিৎসা চলছে। পলি নড়াইলের লোহাগড়ার লঙ্কারচর গ্রামের টিটো মোল্লার স্ত্রী।
হাসপাতালের শয্যায় শুয়ে থাকা পলি বলেন, আমার বাবার একাধিক স্ত্রী থাকায় আমার শাশুড়ি প্রায়ই আমাকে কথা শোনাতেন এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। বিয়ের পর থেকেই আমার ওপর এ ধরনের নির্যাতন চলে আসছে। আমার স্বামীকে বিভিন্ন সময় বিষয়টি জানিয়েছি। তিনি তার মাকে কোনোভাবেই বুঝাতে পারছিলেন না। নির্যাতনের মাত্রা সহ্যের বাইরে চলে গেলে আমি আত্মহত্যার সিদ্ধান্ত নিই। আগেই বাড়িতে বিষ এনে রাখি।
নির্যাতনের কথা স্বীকার করে টিটো বলেন, তার মা প্রায়ই তার স্ত্রীকে নির্যাতন করতেন। মঙ্গলবার সকালে তার স্ত্রী তাকে আবারও নির্যাতনের কথা ফোনে জানায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিকুন নাহার বলেন, মা ও দুই মেয়ের চিকিৎসা চলছে। নির্দিষ্ট সময় শেষ না হলে তারা আশঙ্কামুক্ত কিনা নিশ্চিত করা বলা যাবে না।
বউ-শাশুড়ির দ্বন্দ্ব মূলত মনস্তাত্ত্বিক। প্রথমত, শাশুড়ির দিক থেকে তিনি ভাবতে থাকেন তার এতদিনের সংসার-সন্তান; সেখানে অন্য কেউ এসে প্রভাব বিস্তার করতেই পারবে না। দ্বিতীয়ত, বউ ভাবতে থাকে, কাবিন করে স্বামী তার করেছে, পরিবার-পরিজন ছেড়েছে, তাহলে রাজত্ব তো তারই! প্রধানত এই দুই মানসিকতায় দ্বন্দ্ব ঘোরতর হয়।
এছাড়া টুকিটাকি নানারকম পারিপার্শ্বিক ইস্যু তারা গড়ে তোলে। মাঝখান থেকে বিপদে পড়ে যায় পরিবারের পুরুষ সদস্যরা। বিশেষ করে স্বামীরা। শাশুড়ি প্রায় ২৫/৩০ বছর ধরে আপন রাজত্বে রাজ করেন। ফলে এটা তার স্বভাবজাত ক্ষমতা থাকেই। নিজের মতো করে সংসারটাকে আগলে রাখা, জিনিসপত্র, রান্নাবান্না সব বিষয়ে সাধারণত তার একচ্ছত্র আধিপত্য চলে। ফলে শাশুড়ি কোনোভাবেই নিজের অবস্থানের ভিন্নতা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন না। তাই ঘরে ছেলের বউ এলে শাশুড়ির সঙ্গে মনোমালিন্য বেশি তৈরি হয়। কারণ শাশুড়ি যেভাবে রান্না করেন, ঘরটা গুছিয়ে রাখেন, ছেলেকে শাসনে রাখতে পারেন, সেটা অন্যের ঘরের মেয়ে আসার পারেন না। ফলে স্বাভাবিক জীবনযাপনে যে ছন্দপতন, তাই পরবর্তী সময়ে দ্বন্দ্বে রূপ নেয়।
এক্ষেত্রে শাশুড়ির মনে ধীরে ধীরে বউমার প্রতি কোমল ও মায়া-মমতার সৃষ্টি না হয়ে বরং উল্টোটা ঘটে। আবার অনেক শাশুড়ির মধ্যে এটাও লক্ষণীয়, তিনি তার বউ হয়ে আসার কালটা স্মরণ করিয়ে বউমার সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হন। তিনি যখন নতুন বউ হয়ে এসেছিলেন, তখন শাশুড়ি তাকে কতটা শাসনে রেখেছিলেন, কী কী তিনি নিজের মর্জি মতো করতে পারেননি, সেটাও বউমাকে কন্ট্রোলে রেখে নিজের না পাওয়ার প্রতিশোধ নেন। তাই দ্বন্দ্ব কমে না। বরং বাড়তে থাকে। বউ ও শাশুড়ির দ্বন্দ্ব তাই ঘোরতর হয়। আবার ছেলের প্রতি মায়ের যে আদর-আহ্লাদ-শাসনের ছেদ পড়ে, সেটাও বেশিরভাগ মা মেনে নিতে পারেন না।
সব শাশুড়ির কমন একটা ধারণা, সমাজে প্রচলিত বিয়ের পর ছেলে বউয়ের আঁচলে বাঁধা পড়ে যায়। বউয়ের কথায় উঠে-বসে! এক্ষেত্রে মায়ের দিক থেকে যতটা জটিল মনস্তত্ত্ব কাজ করে, অন্যদিকে বউও ততটা নিজের কব্জায় আনতে উঠেপড়ে লাগে। গৃহিণী হলে বউয়ের কর্তৃত্ব একরকম থাকে, আর চাকরিজীবী হলে আরেক রকম। গৃহিণী বউমা যেহেতু সবসময় শাশুড়ির নজরদারিতে থাকে, সেহেতু তার প্রতিটি স্টেপ শাশুড়ি আত্মস্থ করে। ঠিক বউমাও তাই। দুজনের আচার-আচরণ সবই। তবে এক্ষেত্রে দুজন যতটা নিজেদের বোঝে, তত উল্টো পথে চলতে শুরু করে। হয়তো শাশুড়ি তরকারি রান্না হলে তেলটা কম দেন, পেঁয়াজ কম দিতে চেষ্টা করেন কিন্তু বউমা সেই পথ অনুসরণ করেন না। তিনি তার নিজের মর্জি অনুসারে চলেন। কারণ মেয়েরা যেহেতু পরের ঘরের সম্পদ, তাই বাবা-মা একটু বেশি আদরে-আহ্লাদে মানুষ করেন। কিন্তু বউমার এই আচরণ তিনি শাশুড়ির কাছেও আশা করেন। আবার শাশুড়ি যেভাবে ঘরটা নিজের মতো গুছিয়ে রাখে বউমা হয়তো উল্টো করলেন বা একটু ভিন্ন করলেন। কারণ দুটি মানুষ ভিন্ন। তাদের রুচি ভিন্ন। কালটাও ভিন্ন। তাই রুচি-সময় অনুযায়ী কিছুটা ভিন্ন হবে, এমনটাই স্বাভাবিক।
কিন্তু এই স্বাভাবিকতাকে অস্বাভাবিক করে তোলাই বউ-শাশুড়ির দ্বন্দ্বে রূপ নেয়। শাশুড়ি যেমন তার সংসার-সন্তানকে বউমা আসার আগের মতোই বহাল তবিয়তে দেখতে চান, ঠিক বউমাও নতুন সংসারকে নিজের মনের মাধুরী মিশিয়ে গুছিয়ে নিতে চান। তিল তিল করে তিনিও চান তার নিজের সংসারটা নিজের মতো করে গুছিয়ে নিতে। এক্ষেত্রে বউমার মনস্তত্ত্ব শাশুড়ির সঙ্গে কোনো অংশেই মেলে না। কারণ বউমা হয়তো ছেলের টাকাকে শুধু নিজের অংশ ভেবে সবকিছু নিজের মতো গোছাতে চেষ্টা করেন। কিন্তু শাশুড়ি চান, ছেলে মানুষ করেছেন, তাই টাকা উপার্জন করলেও সেটা যতদিন তারা বেঁচে থাকবেন, ততদিন তাদের সংসার অর্থাৎ আরও ভাই-বোন থাকলে সবাইকে মিলে সে টাকার ব্যবহার হবে।
ফলে দ্বন্দ্ব আবারও হয়ে পড়ে ঘোরতর। কিন্তু বউমা ভাবেন নিজের স্বামী, নিজের টাকা; তাই সব নিজের মতো করেই আয়-ব্যয় হবে। শাশুড়ি-বউয়ের মনস্তাত্ত্বিক এই দ্বন্দ্ব প্রায় বাঙালি ঘরেরই চিত্র। কিছুটা হয়তো ব্যতিক্রম আছে।
মানসিকতার পরিবর্তন নাহলে কোনোদিনই পুত্রবধূ ও শাশুড়ির সম্পর্ক ভালো হবে না। দুজন দুই পরিবেশের মানুষ যখন একসঙ্গে থাকতে শুরু করে তখন সেখানে ছাড় দেওয়ার মানসিকতা জরুরি। যেই সম্পর্কে এই মনোভাবের ব্যত্যয় ঘটবে সেখানে কোনোদিনই সুসম্পর্ক বজায় রাখা সম্ভব নয়৷ যার বিনাশী ধ্বংসলীলার শিকার সমাজ। তাই সুসম্পর্কই একমাত্র পন্থা যার দ্বারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে চলা সম্ভব।