Skip to content

৭ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগের চেয়েও একটু বেশি

দিনে-দিনে সময়গুলো হারিয়ে যায়
জানতে চাওয়ার দেয়না সুযোগ !
ভাবনাগুলো অনুমানে কষে হিসেব;
মনের ভেতর মন বলে যায়
তার কিছুটা চোখে-মুখে ভেসে ওঠে
আর কিছুটা কাজে;
নিজের ইচ্ছা অন্যের চাপে দমিয়ে রাখা
সবকিছু কি বন্দি এমন !

অনুরাগের শাসন-বারণ
বলতে গেলে নিজের মতে;
চলতে গেলে তেমন ভাবে হয়না চলা;
ইচ্ছার কাছে যায়না মানা অনেক কিছু!

কোন খেয়ালে এ অবেলায়
ঢেউয়ে-ঢেউয়ে দিচ্ছো পাড়ি
খরস্রোতের এমন নদী!
বুকে বুঝি ব্যথার পাহাড়
জমে গেছে অনেক কথা !
তবুও তা পায়না প্রকাশ কোন কারণে?
সবখানেতে কথার তীরে বিদ্ধ হিয়া;
লোনা-জলে ভাসছে সময় অদৃশ্যে!

মুখে কিছুই পায়না প্রকাশ
তবুও বেশ পড়তে পারি-
মনের কথা-চোখের ভাষা
আগের চেয়েও একটু বেশি!

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ