Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পূজার ছুটি

পেলে পূজার ছুটি
গাঁয়ের বাড়ি ছুটি,
খালে-বিলে তালপুকুরে
নাচে টেংরা-পুঁটি।

আমার সোনার গাঁয়
আউলবাউল গায়,
ভোর না-হতেই লাঙল কাঁধে
কৃষক মাঠে যায়।

হাসে কাশের ফুলে
নদীতে জল ফুলে,
মাছরাঙা, বক, পানকৌড়ি
খেলে নদীর কূলে।

তালের পিঠা খেয়ে
ছোট্ট ছেলেময়ে-
তা থৈ তা থৈ নাচের তালে
মাতে আমায় পেয়ে।

নীলচে আকাশজুড়ে
দুধসাদা মেঘ উড়ে,
পূজোর ছুটি শেষ হয়ে যায়
গাঁয়ের বাড়ি ঘুরে।

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ