Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পতাকা, তুমি দীর্ঘজীবী হও

হৃদয়ে যে পিতৃভূমি নামটা সবার জানা,
হেঁটে হেঁটে চলে গেছে সোজা টুঙ্গিপাড়া। 

কেউ করোনা কেউ করোনা 
আজকে আমায় মানা;
জন্মেছে সে এই বাংলাদেশ
 নামটা যে তার খোকা!

 

কে এনেছে কে এনেছে বাংলার স্বাধীনতা?
বঙ্গবন্ধু উপাধি তার সে যে জাতির পিতা!
হাজার বর্ষের শ্রেষ্ঠ সন্তান,
সে শেখ মুজিবুর রহমান! 

 

জীবন দিয়েছে প্রাণ যে দিয়েছে
এই দেশেরই তরে,
সোনার বাংলা আজকে পেলো স্বাধীন পতাকারে।

মার্চের সেই কাল রাতের পঁচিশ 
বিশ্বে এসেছে বিরল-
ছাব্বিশে মার্চ  বেঁধেছে বাংলা এই জন্মসুতায়-
চিরকাল রবে সবুজের বুকে লাল অম্লান, 
স্বাধীনতার একনদী রক্তে শহিদেরা তার প্রমাণ!

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ