ধ্বংস হচ্ছে
কাঁদছে শিশু মরছে কিছু
চলছে আহাজারী
রুশ আঘাতে ছিন্ন ভিন্ন
ইউক্রেনের ঘর বাড়ী।
দিন পেরিয়ে রাত গড়িয়ে
আঘাত হচ্ছে ভারী
প্রাণ বাঁচাতে চলছে ছুটে
পুরুষ এবং নারী।
বিশ্ব বিবেক দেখছে চেয়ে
করছে না কেউ প্রতিবাদ
ধ্বংস দেখেও দিচ্ছেনা কেউ
বাড়িয়ে দু’মুষ্টি হাত।