নতুনের ছবি আঁকে
নতুন বছর নতুন দিনে
নতুনের সুর শুনি,
নতুন করে শুরুর আশায়
নতুন স্বপ্ন বুনি!
নতুন ধারায় পুরান হারায়
নতুন বাদ্য বাজে,
চোখের তারায় হদয় পাড়ায়
রঙে রঙে সব সাজে।
নতুন আশা নতুনে ভাসা
হাতছানি দিয়ে ডাকে,
নতুন সুখে পুলক বুকে
নতুন ছবি আঁকে!