সন্ধ্যা-নিশি
পশ্চিমাকাশ লালচে রঙে রঙ মেখেছে যখন
সাঁঝ সাগরের ঢেউয়ের ছলে সূর্য ডুবে তখন
জলের ঢেউয়ে লালচে আলো দিনের শেষে হাসি
সন্ধ্যা নামায় বাড়ছে কালো ফিরছে মাঠের চাষী।
জোনাক পোকা পথের ধারে জ্বলবে ক্ষাণিক পরে
লক্ষ্য তারার উদয় হবে আকাশ যাবে ভরে
জ্যোৎস্না ফেরি করবে চাঁদে দেখব তুমি চেয়ে
রূপ-রূপালী আলোয় আবার রাত্রি যাবে ছেয়ে।