বর্ষ বিদায় এম হাবীবুল্লাহ প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ০১:৪৩ পিএম বিদায় নিল পুরান বছর ভুলো দুখের স্মৃতি মানব মাঝে দাও ছড়িয়ে ভালোবাসা, প্রীতি। রেষারেষি আর করো না থাকো মিলেমিশে গড়ে তোলো মায়ার বাঁধন দুঃখ দিবে কিসে? অসহায়ের সহায় হয়ে মাথায় বুলাও হাত পেরিয়ে আঁধার নতুন করে আসুক সুপ্রভাত। Share