সবার ঊর্ধ্বে মানুষ
বিশ্বজুড়ে বিভেদ কেন মানবজনে এত ?
ধনী-গরিব, সাদা-কালা বিভেদ আহা কত!
ধর্মে বিভেদ, কর্মে বিভেদ বিভেদ হৃদয়জুড়ে
সব পরতেই বিভেদ শুধু, বিভেদ মায়াডোরে।
আল্লাহ-খোদা, ঈশ্বর-যিশু যে নামেতেই ডাকি।
একই স্রষ্টার সৃষ্টি মোরা বিভেদ কেনো রাখি?
হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান জাতি-বর্ণ শেষে।
আদিচিহ্ন একটাই সবার বাঁচি মানুষ বেশে।
লাল খুনেই সব মানবজাতি বিভেদ নাহি পাই
'সবার ঊর্ধ্বে মানুষ সত্য' তাহার উপর নাই।