পারভেজ হুসেন তালুকদারপ্রকাশ: ৮ অক্টোবর ২০২২, ০৪:৩৪ পিএম
সবার ভবে দুখের পরে হাসবে সুখের রাশি হাসবে সবই আমার মুখে আসবে নাকো হাসি আমার ভবে সন্ধ্যা-নিশি সবই আছে তবে তারার ঝলক চাঁদের আলো নেইকো আমার ভবে সন্ধ্যা-নিশি সবই আমার দুঃখ জানো সাব্য, তাইতো আমার প্রাণের কথন ব্যর্থ এই কাব্য।