বন্ধু
আমার দুটি বন্ধু, জুরা আর মৌল
দেবো মাটির পুতুল, দেবো আমি ঢোল
আমার দুটি বন্ধু, মৌল আর জুরা
খাওয়াবো ফ্রুটি কেক, খাওয়াবো দই চিড়া
জুরা আঁকে গাড়ি,আমি তাতে চড়ি
মৌল ফুল পরি, পাশে পাশে উড়ি
সাজিয়ে রাখি মনে, সবসময় সবখানে
দেখতে পায় তোদের, মেঘের সাথে রোদের
যেমন বনিবোনা, তেমনি তোরা সোনা
জুরা আর মৌল, খেলবো সাথে দোল
মৌল আর জুরা, আমি টাট্টু ঘোড়া