পানকৌড়ি
পানকৌড়ি নামের পাখি আছে
আমরা অনেকে চিনি,
বৈজ্ঞানিক নাম ফ্যালাক্রোকোরেক্স
নির্ভরসূত্রে জানি।
চল্লিশ প্রজাতির পানকৌড়ি
আছে জগৎ জুড়ে,
স্বাধীনচেতা এই পাখিটি
ইচ্ছেমতো উড়ে।
সব ধরনের পানকৌড়ি
জানে সাঁতার কাটতে,
খাদ্যের খোঁজে পানির গভীরে
পারে ডুব দিতে।
কুচকুচে কালো পানকৌড়ির
প্রসারিত হাতের আকার,
দৈর্ঘ্য পরিমাপে হয়
এক দশমিক এক মিটার।
আকৃতি ভেদে এই পাখিটির
ভিন্ন ওজন হয়,
ছোট পানকৌড়ি ১.২ কেজি
বড়টির ওজন ৩.৭ কেজিতে রয়।
গলার নিচে হালকা সাদা
চোখের রং লালটে,
পা গুলো তার খাটো আর
ঘাড় ও ঠোঁট লম্বাটে।
পানকৌড়ি তার প্রধান খাবার
মাছ আহার করে,
লোভনীয় এই খাবার তারা
পানিতে ডুবে ধরে।