Skip to content

আমার স্বদেশ

আমাকে মুক্ত করো নীল আকাশে,
আমাকে স্বাধীনতা দাও তোমার প্রেরণাতে।
এখন বদ্ধ-পিঞ্জরে দরজা খুলবে?
হাজার কষ্টের চাবুক মারা শেলে।

আমি মুক্তি চাই আমার স্বদেশে।

 

ওরা স্বার্থের দাবানলে এখনো জ্বলছে,
রাজ শত্রুর সিংহাসন টিকিয়ে রাখতে।
আর কতদিন ভূত সাম্রাজ্যে রাখবে,
একদিন ওই হাজার হাজার প্রতিবাদে,
তোমার সিংহাসন নড়বড়ে হয়ে পড়বে!

            

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ