সিনেমাহীনতা
সিনেমা দেখা,
সিনেমা শেখা।
হিন্দি, কোরিয়ান, চাইনিজ
ইরানি, ফরাসি, চাইনিজ।
নায়িকার মেলা,
নায়কের ভেলা।
ক্ষণে ক্ষণে বিলাপ,
যেন সংলাপে সংলাপ।
দৃশ্যে দৃশ্যে বিরহ,
যা সিনেমায় অহরহ।
শেষ যে যেমন
শুরু ও তেমন।
যেন সিনেমার শুন্যতা,
অযথাই প্রাপ্যতা।