Skip to content

৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

যোগ্য যোগী

এমন রুক্ষ বেশে মলিন বদনে তুমি কে হে মানবী?
হাতে জপমালা আর মুখে প্রভুর নাম জপে চলেছ!
তোমার দিকে তাকাতেই কেমন জানি হয়ে যায়,
যেন অচেনা কেউ পথহারা এক আগন্তুক ।

তখন আমি আমার থাকি না হয়ে যায় তোমার।
দেহমন নগ্ন চরণে সঁপে দিতে পারলেই আত্মার মুক্তি।
তুমি কে হে মানবী?আমার দিকে ওমন করে চেয়ে আছো?
ওই দীপ্ত চোখে কি আছে যে আমি তাকাতে পারিনা!

তুমিই কি সেই যাকে আমি সমস্ত পৃথিবী খুঁজে চলেছি?
তুমি কি সেই জন প্রতিদিন প্রার্থনায় যাকে আমি চেয়েছি?
তুমি কি আমায় তোমার পথ চলার সঙ্গী নেবে?
দুজনে হেঁটে হেঁটে সত্য আর প্রেম ছড়াবো।

তোমার সুমধুর কণ্ঠে হৃদয়ে হৃদয়ে পুণ্যের ছোঁয়া লাগবে,
সত্য সুন্দর মানব জন্ম নিবে দুটি হৃদয় মিলনে।
আমি তোমার মাঝে এমন ভাবে মিশে যাবো,
যেমন করে নদী সাগরের বিশাল বুকে মিশে যায়।

তোমার হৃদয়ে হৃদয় ঘষে সত্যের দাবানল খুড়তে চাই,
যাতে,আমি আমাকে তোমার ভেতর খুঁজে নিতে পারি।
পৃথিবীর বুকে তুমিই একমাত্র মানবী যে
আমার সত্তার উত্তাপ সহ্য করার ক্ষমতা রাখে।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ