পরিবার ছাড়া ঈদ পালন করছেন?
পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মতো সুখ আর কিছুতে নাই। তাই তো ঈদের খুশিকে কেন্দ্র করে নাড়ির টানে বাড়ি ফেরে লাখো মানুষ। তবে এসবের মধ্যেও কাজের খাতিরে বহু মানুষ ফিরতে পারছেন না পরিবার ও আপনজনদের কাছে। কেউ দেশের বাইরে আবার কেউ দেশের মধ্যেও পরিবার থেকে দূরে থেকেই কাটাচ্ছেন ঈদ। তাদের ঈদ আনন্দ যেন ম্লান না হয় সে চেষ্টা করতে করতে হবে।
উৎসবের দিনগুলোতে স্বজনদের ছেড়ে দূরে থেকে সময় পাড় করা কষ্টেরই বটে। এই সময়ে কষ্ট না পেয়ে বরং বাড়ির সকলের সঙ্গে যোগাযোগ করুন৷ কথা বলুন প্রত্যেকটি সদস্যদের সঙ্গে। যতটা সম্ভব নিজেদের মত ঈদটাকে উদযাপন করতে পারেন। বাসায়ই রান্নাবান্না করে সময়টাকে সুন্দর করার চেষ্টা করুন।
যারা সিনেমা বা বই পড়তে ভালোবাসেন, তারা এসব দিকে সময় দিতে পারেন। যা আপনাদের অবসর সময়ের দারুণ সঙ্গী হবে। সময়টা ভালো কাটবে। এভাবে বাড়ি না ফেরা স্বজনরাও ঈদটাকে করে তুলুন আনন্দময়। বিষাদময় সময় না কাটিয়ে ঈদ আনন্দ উপভোগ করুন নিজের মতো করে।
অনন্যা/এসএএস