কৃষক ভাই
কৃষক ভাই তোমাকে জানাই
আমার হাজারো সালাম
তোমার ঘামের বিনিময়ে আমি
সুন্দর জীবন পেলাম।
জানি দিতে পারবোনা আমি
তোমার ঘামের দাম
তোমার কাছে আমার অতীত
সেটা জেনে নিলাম।
তুমি মহান তুমি জ্ঞানী
তুমি শিকড়ের মূল
তোমাকে চিনে নিতে আমি
করিনি কখনো ভুল।
তুমি না খেয়ে না পড়ে
আমার রেখেছো খেয়াল
ভেঙ্গেছো তুমি আমার জন্য
তোমার সুখের দেয়াল।
আমায় মানুষ করবে বলে
কষ্ট করেছো সকাল বিকাল
আমি যেন হতে পারি
তোমার সুখের মায়াজাল।