শুদ্ধ সমাজ
জীবন আমি বিলিয়ে দেবো
শুদ্ধ সমাজ গড়তে,
মায়ার বাধনে যুক্ত হলে
পারবো নাতো ছাড়তে।
কুসংস্কারের ছায়া মুছে
আলোর পথে আসো,
হাতে হাত রেখে সবাই
সমাজটা কে ভালোবাসো।
সুন্দর একটা সমাজ চাই
স্বাধীন বাংলার তরে,
একটু করে হাত মিলিয়ে
সুন্দর দেশ গড়ে।