মানুষ হতে চাই
মানুষ হতে চাই যে মাগো
ক্ষুদিরামের মতো,
করবো ঘায়েল এ দেশ থেকে
জালিম আছে যতো।
আমার কথায় উঠবে জেগে
সূর্য সেনার দল,
তোমায় দেখে আসবে বুকে
শক্তি, সাহস, বল।
আসবে ফিরে আবার দেশে
সুকান্ত, নজরুল,
উপড়ে দেবো যেথায় আছে
দেশদ্রোহীর মুল।
ফেলবে না আর অশ্রুবারি
তাদের দেওয়া ক্ষতে,
আমায় তুমি খুঁজে নিও
সূর্যোদয়ের পথে।