ধান শালিকের মাঠে আহমাদ কাউসার প্রকাশ: ৭ অক্টোবর ২০২১, ০৩:২১ পিএম পাখি উড়ে ঐ যে দুরে চিত্রাবনের ধারে শহর থেকে একটু দুরে অলক নদীর পাড়ে। ইচ্ছে আমার যাব ওপার করবো ঘুরাঘুরি। আঁখি মেলে দেখবো আমি পাখির উড়াউড়ি। বকের সারি শালিক পাখি দেখবো টিয়ের বহর ধান শালিকের মাঠে যাব ছেড়ে তোমার শহর। Share