Skip to content

৪ঠা মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | শনিবার | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাল

অলসতাকে আঁকড়ে ধরে
কাটছে আমার দিন,
দিনের শেষে রাত্রি যাচ্ছে
বাড়ছে শুধু ঋণ।

 

নৃত্য -নতুন কর্ম যখন
দিচ্ছে আমায় ডাক,
''কাল'' যে এসে বাহানা করে
''কাল'' করবো,আজ থাক।

 

এক কালের পর আরেক কাল যায়
আসল কাল' কে, কে খুঁজে পায়
কালকের স্বপ্ন আজকে দেখি,
 জুড়ায় আমার দুটি আঁখি।

 

সময় আমার যায় ফুরিয়ে
''কাল'' আমাকে দেয় তাড়িয়ে।
অলসতা,অবহেলা হল আমার সঙ্গী,
কালের আশায় বসে বসে
করি শুধু ভঙ্গি।

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ