জীবন বাঁকে
আসলে তবে অনেক পরে
জীবন পথের শেষ সীমানায়
অন্য দিকে বাঁক ফেরানো
জীবন যেথায় থমকে দাঁড়ায়।
কিছু স্মৃতি অনুভূতি
ঝুলছে পুবের বারান্দায়
অনুভূতির এপিঠ ওপিঠ
মুছে গেল স্মৃতির পাতায়।
একা একা চলছি যেমন
জীবন যেথায় বাঁক ঘুরায়।
ভালোবাসার আবেশ সেথায়
উড়ে বেড়ায় পথের ধুলায়।
নীড় হারানো পাখির মতো
আবার গড়ি আপন কূল
অন্য কোন পাখি না হয়
হবে , আপন হবে সদয়।