Skip to content

আমাদের গ্রাম

আমাদের গ্রাম

সবুজ শ্যামল গ্রামটি আমার ব্রহ্মপুত্রের তীরে
ব্রহ্মপুত্রের শীতল হাওয়ায় থাকে গ্রামটি ঘিরে
মেঠোপথ সব দূর্বা ঢাকা মনে হয় গালিচা
বুনোফুলে ভরে থাকে দেখতে যে বাগিচা।

সাপের মতো এঁকেবেঁকে চলে যে ব্রহ্মপুত্র
জলে নৌকা, তীরে কাশফুল কী অপরূপ চিত্র
গাছে গাছে মিষ্টি সুরে পাখির কলতান
নদীর ঘাটে মিন্টু মাঝি গায় ভাওয়াইয়া গান।

সহজ সরল গ্রামের মানুষ যেন কাদা মাটি
খুব সহজে আপন করে মনটা পরিপাটি
সবুজ শ্যামল গ্রামটি আমার রূপে গুণে বেশ
ছায়া ভরা, শীতল হাওয়া সুন্দর পরিবেশ।

অনন্যা/এসএএস