কাঠবিড়ালি আহমাদ কাউসার প্রকাশ: ২৬ আগস্ট ২০২১, ০৫:১২ পিএম কাঠবিড়ালি কাঠবিড়ালি শোন আমার বায়না গাছের ডালে বসে কেন? নিচে নেমে আয়না। ঘুরবো আমি তোকে নিয়ে খাব ভাই এক সাথে দুধ, কলা, ভাত খাইয়ে দিব আমার নিজের হাতে খাওয়া শেষে দু'জন মিলে করবো একটু গল্প মাঝে মাঝে হেসো একটু যদি পার অল্প। Share