ঈদ আসবে
জিলহজ মাসে ওই আকাশে
হাসলে বাঁকা নতুন চাঁদ,
ঈদ আসবে ঈদ আসবে
ভেঙে খুশির সকল বাঁধ।
নতুন জুতো-জামা পরে
ঈদগা মাঠে হবে যাওয়া,
ফিরনি-সেমাই, মাংস-পোলাও
পেটটি ভরে হবে খাওয়া।
কুরবানিতে জবাই হবে
গরু-ছাগল, দুম্বা-ভেড়া,
ঈদের দিনে অনেক মজা
উৎসবে তা সর্বসেরা।
অনন্যা/এসএএস