রুখে দাঁড়াও

মানুষ কি আর মানুষ আছে?
মানুষরূপী পশুর দল,
স্বার্থ খুঁজে সকল কাজে
দেখায় শুধুই গায়ের বল।
নিজের ভালো করতে গিয়ে
পরের ক্ষতি করছে বেশ,
এমন ভাবে চললে জেনো
ধ্বংস হবে সোনার দেশ।
থাকতে সময় রুখতে হবে
দুর্নীতিবাজ ভণ্ডদের,
শাস্তি দিয়ে দাও বুঝিয়ে
সময় এখন নয় তাদের।