ভাদ্রকথা
আষাঢ়-শ্রাবণের বর্ষা শেষে
আসে ভাদ্র মাস,
এ মাসের শুরুতে আমরা করি
শরৎকালের আশ।
ভাদ্র মাসের ভ্যাপসা গরমে
গাছেতে তাল পাকে,
মজার স্বাদের তালের পিঠা
সবার ঘরেই থাকে।
শরৎকালীন কাশফুল হয়
নদীর দুকূল ছাপি,
শিউলি ফুলের সুন্দর ঘ্রাণ
ছড়ায় প্রকৃতি ব্যাপী।
ভাদ্র মাসের ভাদু সুন্দরী
নানা রঙে সাজে,
আশ্বিন মাস এলে ভাদু
ঘোমটা টানে লাজে।
বৈঠকখানায় বসে নানা কথা
হয় যে আলাপন,
এমনি করে ভাদ্রকথাও
হয় যে সমাপন।