Skip to content

৫ই মে, ২০২৪ খ্রিষ্টাব্দ | রবিবার | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বসন্তের ঋণচক্র

পুরোনো আক্ষেপ পুঞ্জীভূত করে 
মেহগনির সাথে সখ্যতা গড়ি
ফাগুন রাঙাতে মিশে যাই
পাতাদের ঝড়ে পরার মিছিলে

 

পলাশ, শিমলু আর তাসফিয়ার প্রেমে 
বিভোর হয়ে আছি চৈত্র-বসন্ত 
নব যৌবনে নিজেকে পূর্ণ করে ফাল্গুন 
তৃপ্ত করে সৌন্দর্য পিপাসু কত তৃষিত নয়ন

 

ফাগুনের কামুক চাঁদ অমাবস্যায় ডুবে যায়
ঋণের দায়ে, চক্রাকা‌রে ধার শোধায় 
পূর্ণিমায় আলোকিত করে পৃথিবী
চাঁদ-সূর্যের দায় শোধের লেনাদেনায়
আমার বসন্ত আসে 
ভালোবেসে, ভালোবাসি, ভালোবেসে

পারিজাত, নাগকেশর, দেবকাঞ্চন আর তোমাতে মিশে যাই
ফিক্সড ডিপোজিট ম্যাচিউরড এর অপেক্ষায় গুটি কয়েক ফাগুন
ঋন শোধের দায় নিয়ে বেচেঁ আছি তোমার নামে

 

 

 

ডাউনলোড করুন অনন্যা অ্যাপ