Skip to content

২৫শে সেপ্টেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ | রবিবার | ১০ই আশ্বিন, ১৪২৯ বঙ্গাব্দ

জরায়ু ক্যানসার নিয়ে প্রচলিত ভুল ধারণা 

জরায়ু ক্যানসার নারীদের একটা জরায়ুতে হওয়া একটি রোগ। নামে ক্যানসার হলেও স্বস্তির বিষয় হল চিকিৎসায় এটি নিরাময় করা সম্ভব। তবে নারীদের এই জরায়ু ক্যানসার নিয়ে এখনো কিছু কুসংস্কার প্রচলিত আছে। যেমন:

এমন ধারণাও আছে ভ্যাকসিন নিলে আর ক্যানসারের ভয় নেই। তবে এইচপিভি ভ্যাকসিন শুধুমাত্র শতকরা ৮০ ভাগ নারীদের জরায়ু ক্যানসারের হাত থেকে রক্ষা করে। ১০০ ভাগ নয়। তবে নিরাপদ যৌন মিলন এবং ধূমপান না করলে ক্যানসার থেকে মুক্তি পাওয়া সম্ভব।

যেহেতু যৌন সংক্রমণ ভাইরাস থেকে জরায়ু ক্যানসারের সম্ভাবনা থাকে। তাই অনেকে মনে করেন, অনেকদিন যৌন মিলন না করলে বা একজনের বেশি ব্যক্তির সাথে যৌন মিলন না করলে  সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এজন্য রুটিন স্ক্রিনিং করানো জরুরী।

প্রচলিত ধারণা বলে জরায়ু ক্যানসার শুধুমাত্র বয়স্কদের হয়। এটা ঠিক নয়। এইটা যেকোনো বয়সে হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ৩৫ থেকে ৪৪ বছরের মধ্যে।

মানুষজন মনে করে ক্যানসার হলে তো লক্ষণ থাকবেই। এই ভেবে সঠিক সময়ে চিকিৎসা নেন না। কিন্তু অনেক সময় জরায়ু ক্যানসারে আক্রান্ত রোগীদের প্রথমে কোন লক্ষণ প্রকাশ পায় না। এরপর যৌন মিলনের সময় ব্যথা, মাসিক ও স্বাভাবিক  সময়ের মাঝে রক্তপাত, মেনোপজের পরে রক্তপাত এসব লক্ষণ দেখা দিতে পারে।